রাজনগর উপজেলা চেয়ারম্যান ও ইউএনওকে উচ্চ আদলতের কারণ দর্শানোর নোটিশ
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০১৫, ১১:২২ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগর উপজেলা চেয়ারম্যান ও ইউএনওকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন হাইকোর্ট। আজ ২২ জানুয়ারি বুধবার মৌলভীবাজার স্থানীয় সরকার শাখার উপপরিচালক এব্যাপারে জবাব প্রেরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এক পত্রের মাধ্যমে নির্দেশ দিয়েছেন। উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক ও জিপ চালকের বেতন বন্ধ থাকায় তারা হাইকোর্টে রিট আবেদনের প্রেক্ষিতে আদালত এ রুল জারী করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৩১ মার্চের পঞ্চম দফা নির্বাচনে রাজনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আছকির খান চেয়ারম্যান নির্বাচিত হয়ে ৬ মে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথের মাধমে দায়িত্বভার গ্রহণ করেন। আগের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিছবাহুদ্দোজার সময় নিয়োগ প্রাপ্ত ওই দুই কর্মাচারী সাঁট মুদ্রাক্ষরিক অনুপ দাস ও পরিষদের জিপ চালক হুসেন আহমদরে বেতন-ভাতার ফাইলে স্বাক্ষর দেননি। বিরত রাখেন তাদের নিজ দায়িত্ব থেকে। এতে তাদের বেতন-ভাতা আটকে যায়। তবে উপজেলা নির্বাহী অফিসার মো. মুজিবুর রহমান গত মে ও জুন মাসের বেতন ফাইলে যথা নিয়মে স্বাক্ষর করলেও জুলাই মাস ফাইলে স্বাক্ষর করেননি। ওই দুই কর্মচারী বেতন পাওয়ার জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করলেও এর সুরাহা হয়নি। ফলে গত বছরের মে মাস থেকে তাদের বেতন ভাতা বন্ধ রয়েছে।
বেতন পাওয়ার দাবীতে ওই দুই কর্মচারী হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও জাহাঙ্গীর হোসেন চৌধুরীর বেঞ্চে রীট পিটিশন (নং-১০৮৪২/২০১৪) করলে গত ২৬ নভেম্বর শুনানী শেষে আদালত উপজেলা চেয়ারম্যা, উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্টদের প্রতি রোল জারী করেন এবং আগামী ৪ সাপ্তাহের মধ্যে জবাব প্রেরেণের নির্দেশ দেন।
এদিকে আদালতের শোকজের আলোকে আজ ২২ জানুয়ারি বুধবার ০৫.০০.৫৮২২.০১২.০০.১২৫.১৫-৩৬ স্মারকে এক পত্রের মাধ্যমে মৌলভীবাজার স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জাকারিয়া রাজনগর উপজেলা নির্বাহী অফিসারকে ওই শোকজের জবাব প্রেরণের নির্দেশ দেন। রাজনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মুজিবুর রহমান ট্রেনিংয়ে থাকায় ইউএনওর দায়িত্বে থাকা সহকারী কমিশনার মিন্টু চৌধুরী বলেন, আমি এই পদে দুই থেকে দায়িত্ব পালন করছি। এ বিষয়ে আমার তেমন জানা নেই।
মৌলভীবাজার স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জাকারিয়া বলেন, উপজেলা নির্বাহী অফিসারকে শোকজের জবাব দেয়ার জন্য বলা হয়েছে। সে অনুযায়ীই জবাব দেয়া হবে।