মৌলভীবাজারে গাড়ি চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, চোরাই অটোরিক্সা উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০১৫, ৯:৩০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরবাজার থেকে গাড়ি চোরচক্রর ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। গত ২১ জানুয়ারি বুধবার রাত ১২টার দিকে মডেল থানা নিয়ন্ত্রিত শেরপুর ক্যাম্পের ইনচার্জ তাদের নিকট থেকে একটি চোরাই সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধার করেছে।
পুলিশ জানায়, বুধবার রাতে শেরপুরবাজারের ব্যবসায়ী গোলাম রব্বানীর কাছে সিএনজি চালিত একটি অটোরিক্সা বিক্রি করতে আসে ৩ যুবক। তাদের কথাবার্তায় সন্দেহ দেখা দিলে শেরপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জকে বিষয়টি জানান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মৌলভীবাজার সদর উপজেলার আগিউন গ্রামের আমির হোসেন বাবলু, রাজনগর উপজেলার পশ্চিম কদমহাটা গ্রামের মোহাম্মদ আলী ও কমলগঞ্জ উপজেলার দেবীপুর গ্রামের নজরুল মিয়াকে আটক করেন। তাদের নিকট থেকে উদ্ধার করা হয় চোরাই একটি অটোরিক্সা। মামলা দায়ের করে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।
শেরপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জামি ৩ গাড়ি চোরচক্রের সদস্যকে গ্রেফতার ও অটোরিক্সা উদ্ধারের সত্যতা স্বীকার করেছেন।