বাংলাদেশিদের জন্যে সৌদি শ্রমবাজার আবার উন্মুক্ত হলো
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০১৫, ৭:২৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বহু প্রতীক্ষার পর বাংলাদেশি শ্রমিকদের ফের ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। সৌদি সফররত বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে গত রোববার এ বিষয়ে দেশটির শ্রমমন্ত্রী আদেল ফাকিহ’র এক বৈঠক অনুষ্ঠিত হয়।
আদেল ফাকিহ গত সোমবার দেশটির গণমাধ্যমকে বলেন, ‘২০০৮ সাল থেকে সৌদি আরবে বাংলাদেশী নতুন শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা ছিল। তবে দুই দেশের কল্যাণেই এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। খুব শিগগিরই আমরা বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া শুরু করব।’
এ সময় তিনি বাংলাদেশি শ্রমিকদের প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলার আহ্বান জানান।
এ বিষয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম গতকাল ২১ জানুয়ারি বুধবার গণমাধ্যমকে বলেন, ‘আমরা আশা করছি, খুব শিগগিরই বাংলাদেশি শ্রমিকদের ভিসা দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং নতুন করে শ্রমিক নিয়োগ শুরু করা হবে।’
১৭ জানুয়ারি শনিবার সকাল থেকে ৮ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে সৌদি আরব সফরে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সফর শেষে আগামী ২৪ জানুয়ারি মন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধি দল দেশে ফিরবে।