খালেদার গুলশান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে গাড়ি চালক ও প্রজন্মলীগ নেতাকর্মীরা
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০১৫, ৭:২২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নিচ্ছেন শত শত গাড়ি চালক ও প্রজন্মলীগ নেতাকর্মীরা। তাদের একটি অংশ গুলশানে খালেদার কার্যালয়ে জমায়েত হলেও অপর একটি অংশ প্রেসক্লাব থেকে খালেদার কার্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
প্রজন্মলীগের সভাপতি ফাতেমা জামান সাথী জানান, অবরোধ ও হরতাল বন্ধের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।
একই কথা জানান, গুলশানে জমায়েত হওয়া সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি ওয়াহেদুজ্জামান।
এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার কার্যালয়ের বিপরীত দিকে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।