সুনামগঞ্জে লেগুনায় আগুন দিল দুর্বৃত্তরা
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০১৫, ৬:৩০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কের সুনামগঞ্জ শহরের বনানী পাড়া এলাকায় যাত্রীবাহী লেগুনা থামিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল ২১ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৭টার দিকে সুনামগঞ্জ শহরের বনানী পাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে দু’টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা সুনামগঞ্জ-ছাতক-দোয়ারাবাজর সড়কের শহরের বনানী পাড়া এলাকায় লেগুনা থামিয়ে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় যাত্রীরা হুড়োহুড়ি করে লেগুনা থেকে নেমে পড়ায় কেউ হতাহত হননি।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক কবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।