বড়লেখায় সিএনজিতে আগুন দিল দুর্বৃত্তরা
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০১৫, ৫:১৬ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় একটি সিএনজি অটোরিকশায় (নং-মৌলভীবাজার-থ-১২-০৬৬৯) আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
২০ দলের ডাকা অবরোধ চলাকালে ঘটনাটি ঘটেছে গত ২১ জানুয়ারি রাত সাড়ে ৭ ঘটিকার দিকে।
উপজেলার রতুলি বাজার এলাকার কুমারপাড়ায় দুর্বৃত্তরা সিএনজি অটোরিকশাটিতে আগুন ধরিয়ে দেয়। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে বড়লেখা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।
অটোরিকশা চালক রোশন মিয়া ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৭ ঘটিকার দিকে রতুলি বাজার এলাকার কুমারপাড়ায় ১৫/২০ জনের একদল দুর্বৃত্ত অটোরিকশার গতিরোধ করে। প্রথমে তারা গাড়িতে থাকা যাত্রী ও ড্রাইবারকে নামিয়ে গাড়িটিতে ভাঙচুর চালায় এবং পরবর্তীতে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। দুর্বৃত্তের দেওয়া আগুনে গাড়িটির অধিকাংশ পুড়ে যায়।
খবর পেয়ে সহকারি পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. জুনায়েদ আলম সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।