শতাধিক ককটেলসহ ছাত্রশিবিরের পাঁচ নেতা-কর্মী আটক
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০১৫, ৭:০৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
রাজধানীর মহাখালী এলাকা থেকে আজ ২১ জানুয়ারি বুধবার সকালে ছাত্রশিবিরের পাঁচজন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১৩০টি ককটেল ও নাশকতা চালানোর বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, শিবিরের বনানী থানা শাখার সভাপতি ও তাঁর চার সহযোগীকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১৩০টি ককটেল, দুই লিটার পেট্রল, এক কেজি গানপাউডারসহ নাশকতা চালানোর অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়েছে।