কমলগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০১৫, ১:১৯ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
‘শিক্ষিত মা এক সুরভীত ফুল, প্রতিটি ঘর যখন একটি স্কুল’— এই স্লোগান প্রাধান্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগীতায় এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠত হয়। িআজ ২০ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে স্কুলের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে এক র্যালি বের করা হয়।
র্যালিতে অংশ নেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন কর্মকর্তারা। র্যালিটি সদর চৌমুহনী প্রদক্ষিণ করে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে শেষ হয়।
আলোচনা সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইফতেখার হোসেন ভুইয়ার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোমাহিদ আলীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মনিম তরফদার, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।