বুধবার সিলেটে ২০ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতাল
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০১৫, ৮:৫৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
টানা অবরোধের মধ্যে আগামীকাল ২১ জানুয়ারি বুধবার সিলেটে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ২০ দলীয় জোট।
আজ ২০ জানুয়ারি মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কমিটির সদস্য এমরান আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদ এবং ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ জাতীয় ও স্থানীয় নেতাকর্মীদের মুক্তি দাবিতে এ হরতাল আহ্বান করা হয়েছে বলে জেলা বিএনপি সূত্রে জানা যায়।
সিলেটের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে এ হরতাল পালনের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা এমরান আহমদ চৌধুরী।