ছাতকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০১৫, ৮:৪৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সুনামগঞ্জের ছাতকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নূরুল আমিন (৩০) নামে এক যুবক খুন হয়েছেন। গতকাল ১৯ জানুয়ারি সোমবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কাইতকোনা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
এ সময় ছুরিকাঘাতে বাছিত (৩২) নামে অপর এক যুবক আহত হয়।
নিহত নূরুল আমিন কাইতকোনা গ্রামের রিয়াছত আলীর ছেলে ও আহত বাছিত মিয়া একই গ্রামের সাঞ্জব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানা যায়, নূরুল আমিন ও বাছিত মিয়া জাউয়াবাজার থেকে নিজ গ্রাম কাইতকোনা ফিরছিলেন। রাত পৌনে ৮টার দিকে গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অতর্কিতে একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে ছুরিকাঘাত করে।
এ সময় নূরুল আমিন ও বাছিতের চিৎকারে গ্রামের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের কৈতক উপস্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূরুল আমিনকে মৃত ঘোষণা করেন।
পরে আশঙ্কাজনক অবস্থায় বাছিতকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শফিকুল ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।