যক্ষ্মা এবং ম্যালেরিয়ার চেয়েও ছত্রাক থেকে সৃষ্ট রোগে মৃত্যুর হার বাড়ছে
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০১৫, ৮:২৩ পূর্বাহ্ণ
হেলথ ডেস্ক ::
ছত্রাকজনিত রোগ মানুষ ও পরিবেশের জন্য ক্রমবর্ধমান মারাত্মক হুমকি হয়ে উঠেছে। ব্রিটেনের খ্যাতনামা মাইক্রোবায়োলজিস্ট অধ্যাপক রোজমেরি বার্নস এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
পরিসংখ্যানে দেখা গেছে, বিশ্বে যতো মানুষ যক্ষ্মা এবং ম্যালেরিয়ায় মারা যায় তার চেয়ে অনেক বেশি মারা যায় ছত্রাক ঘটিত রোগে। ছত্রাক রোগে কেবল মানুষই মরে না বরং খাদ্যশস্য নষ্ট হয়। বিশ্বের সব ধরনের খাদ্যশস্যের এক তৃতীয়াংশ নষ্ট হয় ছত্রাকের হামলায়।
অনেকেই মনে করেন, ছত্রাক থেকে দাদ বা এ জাতীয় নিরীহ রোগ হতে পারে। কিন্তু সঠিক চিকিৎসা না হলে দাদের কারণে কিডনি অকেজো হয়ে অকালে প্রাণ হারাতে পারেন হতভাগ্য রোগী – এ কথা জানেন না অনেকেই। এ ছাড়া, ছত্রাকের হামলায় শ্বাসতন্ত্রের অসুখ বা রক্তে সংক্রমণ ঘটেও মারা যান অনেক রোগী।
এ পর্যন্ত প্রায় ২০ লাখের চেয়ে বেশি প্রজাতির ছত্রাকের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। মানুষেরও অন্তত শত শত কোটি বছর আগে পৃথিবীতে ছত্রাকের আবির্ভাব ঘটেছে। জীবের মধ্যে অভিযোজন সক্ষমতা সবচেয়ে বেশি এবং সবচেয়ে বৈচিত্র্যও রয়েছে ছত্রাকের। অবশ্য এ সবের মধ্যে মাত্র ৬০০ প্রজাতি রোগ-ব্যাধি ঘটায়। এ ছাড়া, ৩০ প্রজাতি ছত্রাকই ৯৯ শতাংশ রোগের জন্য দায়ী।