জামালপুরে স্কুলছাত্র হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০১৫, ৭:৫০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
জামালপুরে স্কুলছাত্র স্বাধীন হত্যা মামলার রায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ ২০ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২টার দিকে জামালপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-সাদ্দাম (১৮), সেতু (১৯), ফজলে রাব্বি (১৮), জাকির হোসেন (১৯) ও মিরান হোসেন (১৮)।
এ বিষয়ে পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কাশেম নিশ্চিত করেছেন।
২০১০ সালে ১৩ ফেব্রুয়ারি জামালপুর শহরের সকালবাজারের বাজারীপাড়ার বাড়িতে মায়ের সামনে স্বাধীনকে কুপিয়ে হত্যা করে এলাকার বখাটে ওই যুবকরা।