হজ প্যাকেজের টাকা জমা দেয়া যাবে দুই কিস্তিতে
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০১৫, ৭:৪২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মন্ত্রিসভার বৈঠকে গতকাল ১৯ জানুয়ারি ব্যালটি ও নন-ব্যালটি উভয় হজযাত্রীদের জন্য চলতি বছরের প্রাথমিক নিবন্ধন ফি হ্রাস করে তা জমা দেয়ার তারিখ পুনঃনির্ধারণ প্রস্তাব অনুমোদিত হয়েছে।
এতে ব্যালটি হজযাত্রীদের জন্য নিবন্ধনকালে ৫১ হাজার ৬৯০ টাকা এবং নন-ব্যালটিদের জন্য ৪৮ হাজার ৩৩১ টাকা ৫০ পয়সা চলতি বছরের ৫ ফেব্রুয়ারির মধ্যে জমা দেয়ার প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। প্যাকেজের অবশিষ্ট অংশ ১০ জুনের মধ্যে জমা দিতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসাইন ভূঁইয়া সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, হজ কার্যক্রমের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সময় পুনঃনির্ধারণ করা হয়েছে।