হবিগঞ্জের মেয়র গউছের জামিন আবেদন না-মঞ্জুর
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০১৫, ৭:৩৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জের পৌর মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিকে গউছের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।
গতকাল ১৯ জানুয়ারি সোমবার হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মাহবুব-উল ইসলামের আদালতে গউছের জামিন আবেদন করেন তার আইনজীবীরা। উভয়পক্ষের শুনানী শেষে বিচারক তা নামঞ্জুর করেন।
আসামীপক্ষে মামলা পরিচালনা করেন আরিফ চৌধুরী, খালিকুজ্জামান চৌধুরী, দেওয়ান মসউদ চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, সালেহ উদ্দিন আহমেদ। বাদিপক্ষে শুনানীতে অংশ নেন পিপি আকবর হোসেন জিতু, আলমগীর ভূইয়া বাবুল।
কিবরিয়া হত্যা মামলায় তৃতীয় দফার সম্পূরক চার্জশিটে জিকে গউছকে আসামী করা হয়। এর প্রেক্ষিতে তিনি ২৮ ডিসেম্বর হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি রোববার এ মামলায় একই আদালত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করেন।
আসামীপক্ষের আইনজীবী মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন জানান, উভয় মেয়রের জন্য উচ্চ আদালতে জামিন প্রার্থনা করা হবে।