জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ভস্মীভূত, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০১৫, ৬:৪৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্টে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।
গতকাল ১৮ জানুয়ারি রোববার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সুনামগঞ্জ ও বালাগঞ্জের দুটি ফায়ার সার্ভিস গাড়ি ঘটনাস্থলে আসে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাযের আগে আগুনের লেলিহান শিখা দেখে বাজার পাহাড়াদার চিৎকার দেন। পরে ছিক্কা মসজিদে মাইকিং করে লোকজনকে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আহ্বান জানালে এলাকার লোকজন ঘুম থেকে উঠে আগুন নেভানোর কাজে যোগ দেন। ঘণ্টাব্যাপী এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এরই মধ্যে মেসার্স ছায়াদ এন্ড ব্রাদাস, নজরুল এন্ড ব্রাদার্স ও মেসার্স এমদাদিয়া স্টোরের ভুষি মালের দোকান, এমদাদিয়া মার্কেটের মালিকানাধীন এমদাদিয়া ফার্মেসী, এমদাদিয়া ডিপার্টমেন্টাল স্টোরের সম্পূর্ণ মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলোতে ঘুমে থাকা সুহেল মিয়া, জিতু মিয়া ও নজরুল ইসলামকে এলাকাবাসীর প্রাণপণ চেষ্টায় বের করে আনেন।
আগুন নিয়ন্ত্রণে আনতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা ছিক্কা গ্রামের তরুণ তোফাজ্জল হোসেন সুমন জানান, জগন্নাথপুরে ফায়ার সার্ভিস স্টেশন থাকলে এত ক্ষয় ক্ষতি হতো। জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছার আগেই সব ছাই হয়ে গেছে। এলাকাবাসী জানান, খবরপেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি জেলা শহর সুনামগঞ্জ ও সিলেটের বালাগঞ্জ উপজেলাথেকে জগন্নাথপুরে আসে। তবে এর আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বালাগঞ্জে ফায়ার সার্ভিস দলের কর্মকর্তা আব্দুল রউফ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা কয়েল থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ্দুজামান বলেন, আগুন লাগার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে।