জজ আদালতে আরিফুলের জামিন না-মঞ্জুর
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০১৫, ৬:৩৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
হবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী এসএএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জশিটভূক্ত আসামী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরীর জামিন প্রার্থনা নামঞ্জুর করা হয়েছে।
গতকাল ১৮ জানুয়ারি রোববার হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মাহবুব উল ইসলাম উভয় পক্ষের শুনানির পর এই জামিন প্রার্থনা নামঞ্জুর করেন।
আসামী পক্ষে জেলা আইনজীবী সমিতির সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমান, সাধারণ সম্পাদক মনজুর উদ্দিন আহমেদ শাহীন, খালিকুজ্জামান চৌধুরী, সালেহ উদ্দিন আহমেদ, সামছু মিয়া চৌধুরী ও আব্দুন নুর খান জামিনের সপক্ষে বক্তব্য তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে পিপি আকবর হোসেন জিতু, আলমগীর ভূইয়া বাবুল, মনোয়ার আলী, নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু এর বিরোধিতা করেন।
প্রায় ৪০ মিনিট শুনানির পর বিজ্ঞ জেলা ও দায়রা জজ মামলায় জামিন নামঞ্জুরের ঘোষণা দেন।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিটে আসামী করার পর তিনি গত ৩০ ডিসেম্বর হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল আদালতে আত্মসমর্পণ করলে জামিন প্রার্থনা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে পাঠানোর একদিন পরই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারী সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে আওয়ামীলীগের জনসভা শেষে এক গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন নিহত এবং আহত হন ৪৩ জন। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানায় অজ্ঞাত পরিচয় আসামীদের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করা হয়।