ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অবরোধের প্রভাব
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০১৫, ৫:৪৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশে টানা অবরোধের কারণে দেশব্যাপী যে সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে, তার ছোঁয়া লেগেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলাতেও।
সংশ্লিষ্টরা বলছেন, দেশ ও বিদেশের বিভিন্ন ব্যবসায়ী এবং শিল্প উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আসর এই মেলায় এবার দর্শনার্থী ও ক্রেতার সংখ্যা অনেক কমে গেছে।
মাসব্যাপী এই মেলার আঠারো দিন পরেও ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায়ও তাদের বিক্রি অনেকাংশেই কম। ফলে স্বাভাবিক কারণেই তারা হতাশ।
ঢাকার শেরে বাংলা নগরে মেলা প্রাঙ্গণে গেলেই দেখা যায় তৈজসপত্র থেকে গাড়ি, টিভি থেকে আচার, প্লাস্টিক পণ্য থেকে গয়না পর্যন্ত সব ধরনের দেশি-বিদেশি পণ্যের স্টল থেকে মেলায় ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা চলছে অবিরাম।
সাধারণত এ মেলাকে ঘিরে ক্রেতা ও ব্যবসায়ীদের থাকে উৎসবের আমেজ। কিন্তু এবার রাজনৈতিক পরিস্থিতির কারণে পরিস্থিতি ভিন্ন। ফলে হতাশার সুর ব্যবসায়ীদের কণ্ঠে।
মেলা থেকে স্থানীয়দের পাশাপাশি বিদেশীরাও আমাদের পণ্য নিয়ে থাকে। কিন্তু এবার আমরা বাইরের ক্রেতা পাচ্ছিনা।উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শতরঞ্জি ব্যবসায়ী পিন্টু হোসেন
একজন ব্যবসায়ী বলেন, “ এবার মেলার খারাপ অবস্থা। বিক্রি একেবারেই কম। লোকজন আসতে পারছেনা”।
আরেকজন বিক্রেতা বলেন, “ মালামাল ছিল প্রচুর। সে অনুযায়ী ক্রেতা নেই”।
ব্যবসায়ীরা জানান এ মেলার জন্য তারা উন্মুখ থাকেন। কারণ বিক্রির পাশাপাশি তাদের পণ্যের পরিচিতি গড়ে উঠে এখানে। আবার দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্ডারও পাওয়া যায়।
উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শতরঞ্জির ব্যবসায়ী পিন্টু হোসেন বলেন, “মেলা থেকে স্থানীয়দের পাশাপাশি বিদেশিরাও আমাদের পণ্য নিয়ে থাকে। কিন্তু এবার আমরা বাইরের ক্রেতা পাচ্ছিনা”।
পার্বত্য অঞ্চল থেকে আসা একজন বিক্রেতা বলেন বাণিজ্য মেলায় বিক্রি হয় বেশি, অর্ডার হয়। কিন্তু এবার সে আশা পূরণ হবে না।
তিনি বলেন ৪ঠা জানুয়ারি থেকে লোক কমে যেতে শুরু করে। ছুটির দিন কিছু লোক সমাগম হলেও অন্য দিনগুলোতেই একেবারেই কম দেখা যাচ্ছে ক্রেতাদের।
তবে মেলা শেষ হতে এখনো ১৩ দিন বাকী। ব্যবসায়ীদের আশা এসময়ে বিক্রি বাড়বে।
বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত এবারের মেলায় অংশ নিচ্ছে মোট ১৪টি দেশের নানা ধরনের প্রতিষ্ঠান।