কমলগঞ্জে উপজেলা ভাইস চেয়ারম্যানের মুক্তির দাবিতে চা শ্রমিক নারী ফোরামের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০১৫, ১:২৫ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জে চা শ্রমিক নারী ফোরাম শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরার উপর দায়েরকৃত হয়রানীমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে। আজ ১৮ জানুয়ারি রবিবার দুপুরে উপজেলা চৌমুহনা চত্বরে বাংলাদেশ চা শ্রমিক নারী ফোরামের ব্যানারে এ মানববন্ধন করা হয়।
দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে চা শ্রমিক নেত্রী গীতা রাণী কানুর নেতৃত্বে শতাধিক নারী শ্রমিক অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, লক্ষ্মী রানী রাজভর, রীতা রানী গোয়ালা, দুলারী দেবী, সাহিদা বিবি, অঞ্জলী নুণিয়া প্রমুখ নারী শ্রমিক নেত্রীরা। বক্তারা অবিলম্বে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যার প্রেম সাগর হাজরাসহ তার পরিবারের উপর দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।