নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে ভাইবার-ট্যাঙ্গো বন্ধ
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০১৫, ১:০৯ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ইন্টারনেটে বিনামূল্যে কথা বলা ও মেসেজ পাঠানোর মাধ্যম ভাইবার ও ট্যাঙ্গো সেবা বাংলাদেশে সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ রোববার দুপুর ২টার দিকে সেবা দুটি বন্ধ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃপক্ষ।
বিটিআরসি’র সচিব সারওয়ার আলম জানান, খুবই সীমিত সময়ের জন্য ওই বন্ধ রাখা হয়েছে।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তাজনিত কারণে ভাইবার-ট্যাঙ্গো বন্ধের অনুরোধ জানানোর প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিটিআরসি সূত্র জানায়, রোববার রাত ১২টা পর্যন্ত সেবাটি বন্ধ রাখা হবে। এরপর থেকে সেবাটি আবার চালুর চিন্তাভাবনা করা হচ্ছে।