জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০১৫, ১২:২৪ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
আজ ১৮ জানুয়ারি রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম মনির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট কলেজ থেকে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/admissionsadmissions থেকে জানা যাবে। এছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে NU স্পেস AT স্পেস রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে।
প্রথম মেধা তালিকায় এক লাখ ৯৯ হাজার ১৭০ জনকে আসন বরাদ্দ দেয়া হয়েছে।
আসন শূন্য থাকা সাপেক্ষে পরবর্তীতে দ্বিতীয় মেধা তালিকা ও এরপর রিলিজ স্লিপ প্রকাশ করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।