শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে ১ ব্যক্তির প্রাণহানী
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০১৫, ১১:৫৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কালনী ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল ১৭ জানুয়ারি শনিবার সকাল সোয়া ১০ টার দিকে শায়েস্তাগঞ্জ রেল জংশনের পূর্বদিকে পশ্চিম লেনজাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী ট্রেন সকাল সোয়া ১০ টার দিকে শায়েস্তাগঞ্জ পৌঁছুলে এক যাত্রী ট্রেন থেকে নিচে পড়ে যান। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
স্থানীয়সূত্রে জানা যায়, ঘটনার সময় লোকটি ট্রেনের দুই বগির মাঝখানে দাঁড়ানো ছিলেন। ট্রেনের ঝাঁকুনির সময় তিনি ফাঁক দিয়ে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনে কাটা পড়ে লাশটি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সিলেটগামী উদয়ন ট্রেন পশ্চিম লেনজাপাড়া আউটার সিগনালের কাছে আসলে চালক ট্রেন থামিয়ে স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলমকে বিষয়টি অবগত করেন। রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) আবুল কাসেম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
এ দুর্ঘটনার কারণে ঢাকা থেকে সিলেট অভিমুখী সুরমা মেইল ট্রেন শায়েস্তাগঞ্জ স্টেশনে বেশ কিছু সময় আটকা ছিলো।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) ও রেলস্টশন মাস্টার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। লাশটি উদ্ধার করার পর সিলেটগামী উদয়ন ট্রেন চালু হয় সাড়ে ১১ টায়।
এ পর্যন্ত মৃত ব্যক্তির কোন পরিচয় জানা যায়নি।