মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় রিকশাচালক নিহত
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০১৫, ১০:৪৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজার সদর উপজেলার ইসলামপুর এলাকায় প্রাইভেটকারের চাপায় আনিছুর রহমান (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। গতকাল ১৭ জানুয়ারি শনিবার রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। আনিছুরের বাড়ি সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উত্তমুলাইম গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রিকশা চালিয়ে বাড়ি ফিরছিলেন আনিছুর। পথে ইসলামপুর এলাকায় পৌঁছুলে একটি প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হচ্ছে।