বরিশালে পেট্রোল বোমা হামলায় প্রাণ গেল আরো একজনের
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০১৫, ৮:০৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বরিশালে চলন্ত ট্রাকে পেট্রোল বোমা হামলায় পুড়ে একজনের মৃত্যু হয়েছে।
আহত হয়েছেন আরো একজন। আজ সকাল সাড়ে ছটার দিকে ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুরের সানোহার এলাকায়।
উজিরপুর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানিয়েছেন পিয়াজের চালান নিয়ে বরিশাল গিয়েছিল ট্রাক চালক ও হেলপার।
চালান দিয়ে ফেরার পথে পেট্রোল বোমা হামলা হয়। ট্রাকটি পাশের খাদে পড়ে যায়।
চালক রিপন শেখ পালাতে সক্ষম হলেও হেলপার মো. সোহাগ পুড়ে মারা যান।
আহত চালককে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন মো. নুরুল ইসলাম।
বাংলাদেশে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি ও তার জোট গত ৫ জানুয়ারি অবরোধ ডাকার পর থেকে দেশের বিভিন্ন স্থানে গাড়িতে পেট্রোল বোমা হামলায় হতাহতের ঘটনা ঘটছে।