শাহজালাল (রহ.) ওয়েলফেয়ার ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০১৫, ১২:৩৮ অপরাহ্ণ
শহর প্রতিনিধি ::
শাহজালাল (রহ.) ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে গরীব অসহায় শীতার্ত মানুষের মধ্যে ১শ কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে। আজ ১৭ জানুয়ারি শনিবার মৌলভীবাজার পৌরসভা কনফারেন্স হলে ট্রাস্টের সভাপতি ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ হাফিয আলাউর রহমান টিপুর সভাপতিত্বে ও সেক্রেটারি শফিকুল আলম সুহেলের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. কামরুল হাসান।
শীতবস্ত্র বিতরণ করার পূর্বে শাহজালাল (রহ.) ওয়েলফেয়ার ট্রাস্ট এর লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি।
বক্তব্য রাখেন ট্রাস্টের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ আবু শাহজাহান, আলহাজ সিরাজুল ইসলাম সিদ্দিকী, আলহাজ এখলাছুর রহমান, সহ সভপাতি কাউছার আহমদ, মোস্তফা আহমদ, জাকির আহমদ জবলু।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের সহ সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সানী, সালাহ্ উদ্দিন ইবনে শিহাব, প্রচার সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী, সহ প্রচার সম্পাদক বেলাল উদ্দিন কামরান, রাজু আহমদ, জিল্লুর রহমান, অর্থ সম্পাদক মুছলেহ উদ্দিন সাইফুল্লাহ, শেখ কাদের আল হাসান, রাজন আহমদ, আব্দুর রাজ্জাক, মুজাহিদ আহমদ, সাজিদুল ইসলাম জুয়েল, আব্দুল বারী, মাহমুদ আলী, আবু জাফর রিপন, আলমগির হোসেন প্রমুখ।