রাজনগরে ভারতীয় মদসহ আটক ৪
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০১৫, ১১:২৮ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগরে ভারতীয় মদ ও ১টি অটোরিক্সাসহ রাজনগর থানার পুলিশ ৪ যুবককে আটক করেছে। আজ ১৭ জানুয়ারি শনিবার বিকালে আটককৃতদের মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ১৬ জানুয়ারি শুক্রবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানার এএসআই রাজিব হোসেন উপজেলার টেংরাবাজারের সর্দারশাহ মাজারে পাশে মৌলভীবাজার-কুলাউড়া সড়কে একটি সিএনজি অটোরিক্সার গতি রোধ করেন। সিএনজি অটোরিক্সার আরোহী ৪ যুবককে তল্লাশি করে ভারতীয় ৩ বোতল মদ পাওয়া যায়। পরে এদেরকে সিএনজি অটোরিক্সাসহ (মৌলভীবাজার-থ-১১-০৮৭৪) আটক করে থানায় নিয়ে আসেন।
আটককৃতরা হল- উপজেলার ফতেহপুর ইউনিয়নের বেতাহুঞ্জা গ্রামের আফজল মিয়া (২৮), ফতেহপুর গ্রামের সিরাজুল ইসলাম (২৩), একই গ্রামের আতিকুর রহমান (২১) ও বেতাহুঞ্জা গ্রামের ফয়জুল ইসলাম (২৫)। এএসআই রাজিব হোসেন বাদী হয়ে রাজনগর থানায় মামলা করেছেন।
আজ ১৭ জানুয়ারি শনিবার বিকালে তাদেরকে জেল হাজাতে পাঠানো হয়েছে।