কিংবদন্তী গীতিকার গোবিন্দ হালদার মারা গেছেন
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০১৫, ১০:২৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় উজ্জীবিত করা কালজয়ী গান- ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’- এর স্রষ্টা গোবিন্দ হালদার মারা গেছেন।
আজ ১৭ জানুয়ারি শনিবার কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।
কিডনির অসুস্থতা নিয়ে গতমাসে তিনি কলকাতার জেএন রায় হাসপাতালে ভর্তি হন।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে লেখা তার সাড়াজাগানো গানের মধ্যে রয়েছে ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যাঁরা’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’ ইত্যাদি।
১৯৩০ সালের ২১ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বনগাঁয়ে জন্মগ্রহণ করেন গোবিন্দ হালদার।