ওমানে ঈদে মিলাদুন্নবী (সা.) ও আল্লামা ফুলতলী (র.) এর ঈসালে সাত্তয়াব মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০১৫, ৯:৫৫ পূর্বাহ্ণ
ওমান সংবাদদাতা ::
গত ১৫ জানুয়ারি বৃহস্পতিবার ওমান সালালাহ শহরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও আল্লামা ফুলতলী ছাহেবের ঈসালে সাত্তয়াব মাহফিল উপলক্ষে এক আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শাহজালাল লতিফিয়া ইসলামিক সোসাইটির আয়োজনে সালালাহ বাঙালি বাজার বাস্মীন মসজিদে বাদ এশা এক আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল সোসাইটটির উপদেষ্টা নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মো কামাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে ক্বেরাত পাঠ করেন নাজমুল ইসলাম, নাতে রাসুল পাঠ করেন ইকবাল হুসেন, মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন অর্থ সম্পাদক কেএম রাজু।
উক্ত মাহফিলে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন মাও. মো. আব্দুর রহমান, বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন হাফেয ক্বারী আবু ছালেহ, নিউ সালালাহ আল্ গাসসানি জামে মসজিদের ঈমাম হাফিজ ক্বারী আব্দুল আজিজ, মদিনা তলব মসজিদের ঈমাম হাফিজ ক্বারী দবির আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোসাইটির সভাপতি ক্বারী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. শামসুন নুর, সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ ক্বারী রাসেল আহমদ, উপদেষ্টা রমিজ উদ্দীন, ইন্জিনিয়ার, আব্দুল মতিন প্রমুখ।
মাহফিল শেষে মিলাদ ও মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তি হয়।