রাজনগরে প্রিমিয়ার ক্রিকেট লিগের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০১৫, ৫:১৬ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে ৫ম রাজনগর প্রিমিয়ার ক্রিকেট লীগের (আরপিএল) বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। গতকাল ১২ জানুয়ারি সোমবার সকালে উপজেলার রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের আয়োজনে এই লিগের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম।
টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে এর সভাপতি মো.সাইদুর রহমান রেনু।
রাজনগর ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের আহ্বায়ক বাবু খানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আছকির খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই, মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান ডিপলু, রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির সহ-সভাপতি আতাউর রহমান কুটি প্রমুখ।