সুনামগঞ্জে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০১৫, ১১:১৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে ও সারাদেশে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে মঙ্গলবার সুনামগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।
আজ ১২ জানুয়ারি সোমবার দুপুরে জেলা বিএনপি’র অস্থায়ী কার্যলায়ে এক সংবাদ সম্মেলন হরতালের ঘোষণা দেয় জেলা ২০ দলীয় জোটের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ২০ দলীয় জোটের আহ্বায়ক জেলা বিএনপির সভাপতি নাছির উদ্দিন চৌধুরী। এ সময় জেলার সকল নেতাকর্মীদের মাঠে থাকারও নির্দেশ দিয়ে শান্তিপূর্ণ হরতাল পালনে জেলার সকল নাগরিককে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়।