ফুলতলী ছাহেব কিবলার ইসালে সাওয়াব উপলক্ষে বের হয়েছে বিশেষ ক্রোড়পত্র
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০১৫, ১০:৩৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
আল্লামা ফুলতলী ছাহেব কিবলার ইসালে সাওয়াব উপলক্ষে সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার উদ্যোগে বের হয়েছে ম্যাগাজিন সাইজের বিশেষ ক্রোড়পত্র। ১৫ জানুয়ারি ফুলতলী ছাহেব বাড়ীর মাহফিলে পাওয়া যাবে মাসিক অভিযাত্রিক এর স্টলে। আপনার কপিটি সংগ্রহ করতে খোঁজ রাখুন।
ক্রোড়পত্রে প্রবন্ধ/নিবন্ধ লিখেছেন
ড. মুফতি সরকার মুহাম্মদ কাফিলুদ্দীন সালেহী, মাওলনা আব্দুল হান্নান তুরকখলী, মুহাম্মদ দরুজ্জামান রিয়াদ, আখতার হোসেন জাহেদ, নূরুল ইসলাম।
কবিতা ও মর্সি য়া লিখেছেন
কবি রূহুল আমীন খান, রফিকুল ইসলাম মুবিন, মুজাহিদ বুলবুল, মহসীন মুরাদ।