রাঙ্গামাটিতে মেডিক্যাল কলেজ স্থাপন নিয়ে পাহাড়ি-বাঙালি উত্তেজনা— ১৪৪ ধারা জারি, রাতে কারফিউ
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০১৫, ৭:২৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশের পার্বত্য জেলা রাঙ্গামাটিতে আজ রাতেও সান্ধ্য আইন কার্যকর থাকবে।
তবে আজ ১২ জানুয়ারি সোমবার সকাল ১১টা থেকে সান্ধ্য আইন প্রত্যাহার করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
তবে রাঙ্গামাটির পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, বিকেল পাঁচটা থেকে কাল সকাল ৭ টা পর্যন্ত আবারো সান্ধ্য আইন কার্যকর হবে।
তিনি আরও জানান, জেলা প্রশাসনের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর এক সভার পর আজ সকালেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে গতকাল রোববার সেখানে জনসংহতি সমিতির সমর্থকদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষের পর সান্ধ্য আইন জারি করা হয়েছিলো।
রাঙ্গামাটির জেলা প্রশাসক শামসুল আরেফিন গতকাল ১১ জানুয়ারি রোববার জানান, শহরের বিভিন্ন জায়গায় উচ্ছৃঙ্খল জনতা ভাঙচুর এবং অগ্নিসংযোগ শুরু করার পর প্রশাসন এই ব্যবস্থা নেয়।
সেখানে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের সরকারি সিদ্ধান্ত নিয়ে গত কদিন ধরে উত্তেজনা চলছে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এই মেডিক্যাল কলেজ স্থাপনের বিরোধিতা করছে।
জেলা প্রশাসক জানান, রাঙ্গামাটি শহর এবং এর আশে-পাশের জায়গায় এই সান্ধ্য আইন জারি হয়েছে।
শহরে মাইকিং করে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।