শিলংয়ে বাংলাদেশ-ভারত ডেপুটি কমিশনার পর্যায়ে ৩ দিনব্যাপী যৌথ সীমান্ত সম্মেলন আজ শুরু হচ্ছে
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০১৫, ৬:৪০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে বাংলাদেশ ও ভারতের জেলা প্রশাসক পর্যায়ে যৌথ সীমান্ত সম্মেলন আজ ১২ জানুয়ারি সোমবার শুরু হচ্ছে।
সম্মেলনে বাংলাদেশের পক্ষে ৪২ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রাম জেলাসহ ৮জন প্রশাসক, পুলিশ সুপার, ৫ বিজিবি, ৪১ বিজিবির সেক্টর কমান্ডার, জোনাল সেটেলমেন্ট অফিসারসহ বিভিন্ন পর্যায়ে ৪২ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলে রয়েছেন।
১৪ জানুয়ারি পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
গতকাল ১১ জানুয়ারি রোববার বিকেল ৪টায় তামাবিল আর্ন্তজাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশি প্রতিনিধি দল ভারতে প্রবেশ করে। এসময় ভারতের পক্ষে বিএসএফ ও সিভিল প্রশাসনের সদস্যরা প্রতিনিধি দলকে স্বাগত জানান।
তামাবিল স্থলবন্দর এলাকায় প্রতিনিধি দলকে বিদায় জানান সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এজেডএম নূরুল হক, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খালেদুর রহমান, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলামসহ বিজিবি ও সিভিল প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।
৩ দিনব্যাপী যৌথ সীমান্ত সম্মেলনে বাংলাদেশ-ভারতের মধ্যে মেঘালয়সহ অন্যান্য রাজ্যের সাথে অপদখলীয় ভুমি বিরোধ নিষ্পত্তি, সীমান্তে চোরাচালান রোধে, মাদক প্রাচার নিয়ন্ত্রণ, অবৈধভাবে সীমান্তে অনুপ্রবেশ এবং মেঘালয়-জৈন্তিয়া সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে।