সিলেটে সিমেন্ট বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০১৫, ৬:২৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেট শহরতলীর কুমারগাঁও এ সিমেন্ট বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ১১ জানুয়ারি রোববার রাত সাড়ে ৮টার দিকে সিলেট সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় কয়েকটি সিএনজি ও টমটম ভাঙচুর করে তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক থেকে সিমেন্ট বোঝাই ট্রাক (যশোর-ট-১১১২৯৮) কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রের সামনে আসলে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ট্রাকে আগুন দেয়। পালিয়ে যাওয়ার সময় তারা কয়েকটি সিএনজি ও টমটম ভাঙচুর করে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা স্থলে আসেন। প্রায় আধঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস দল আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ট্রাকের সামনের অংশ পুড়ে যায়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সিলেট ফায়ার সার্ভিসের তথ্য কেন্দ্রের ডিউটি অফিসার ফয়সল আহমদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে পৌঁছে। আগুন নিভানোর আগেই গাড়িটির আংশিক পুড়ে যায়।