আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দিল পুলিশ
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০১৫, ৫:৪৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশের রাজধানী ঢাকায় সভা সমাবেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে পুলিশ।
একই সঙ্গে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগকে আজ বিকেলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।
বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকায় আজ সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে ৫ই জানুয়ারিতে বিতর্কিত নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচির প্রেক্ষিতে পুলিশ ঢাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছিলো। ৫ই জানুয়ারিতে সমাবেশ করতে পারেননি খালেদা জিয়া।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল-আলম লেনিন জানান, ৫ই জানুয়ারিতে বিএনপি জনসভার নামে সরকারের পতন না হওয়া পর্যন্ত ঢাকায় অবস্থানের পরিকল্পনা করেছিলো।
বিএনপিকে সমাবেশের অনুমতি না দিয়ে আওয়ামী লীগের সমাবেশ করার পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, “ বিএনপির সমাবেশে নিষেধাজ্ঞা হতোনা। কিন্তু তাদের প্রস্তুতি ছিল এ সমাবেশের ভেতর দিয়ে সরকারের পতন না হওয়া পর্যন্ত অবস্থান করবেন”।
ওদিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এখনো তার গুলশানের কার্যালয়ে রয়েছেন।
গত ৩রা জানুয়ারি থেকে তিনি সেখানে অবস্থান করছেন এবং তার কার্যালয়ের বাইরে রোববার নূতন করে আবারো বালুর ট্রাক রয়েছে।
৫ই জানুয়ারি কার্যালয় থেকে বের হতে না পেরে খালেদা জিয়া অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।
এছাড়া ছাত্রদল আজ ঢাকা মহানগরীকে বাইরে রেখে ঢাকা জেলা সহ ১৪টি জেলায় হরতাল পালনের ঘোষণা দিয়েছে।