সোমবার ঢাকাসহ ১৪ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকল ছাত্রদল
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০১৫, ১১:২৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ঢাকাসহ ১৪ জেলায় সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার সংগঠনের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা ও দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে ঢাকা জেলাসহ ১৪টি জেলায় হরতালের ডাক পালন করবে ছাত্রদল। ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, গাজীপুর, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা উত্তর ও কুমিল্লা দক্ষিণ, ব্রাহ্মণবাড়ীয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা জেলা হরতালের আওতাভুক্ত থাকবে।
বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান সংশ্লিষ্ট জেলার নেতৃবৃন্দকে সোমবার হরতাল সফল করার আহ্বান জানান।