মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মৌলভীবাজারে তালামীযের র্যালি ও আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০১৫, ১০:১৯ পূর্বাহ্ণ
রায়হান আহমদ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ ১১ জানুয়ারি রোববার দুপুর দেড়টায় শহরের জনমিলন কেন্দ্র থেকে এ র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জনমিলন কেন্দ্রে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে হাজার হাজার রাসুল প্রেমিক জনতা অংশগ্রহণ করে রাসুলের শানে হামদ নাত ও কাসিদা গেয়ে নবী প্রেমের নজরানা পেশ করে। তাদের হাতে হাতে শোভা পাচ্ছিল কালজয়ী কবিতার পংক্তিমালা খচিত ব্যানার, ফেস্টুন।
র্যালিতে নেতৃত্ব দেন তালামীযের কেন্দ্রীয় সেক্রেটারি ফখরুল ইসলাম, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ হাফিয আলাউর রহমান টিপু, মৌলভীবাজার জেলা আল ইসলাহর সভাপতি মুফতি মাওলানা শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ আলীম, সিলেট মহানগর আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, আল ইসলাহ নেতা আলহাজ সিরাজুল ইসলাম সিদ্দিকী, মাওলানা সৈয়দ ইউনুছ আলী, হাফিয এনামুল হক, কামাল উদ্দিন।
র্যালি শেষে মৌলভীবাজার তালামীযের সভাপতি হাফিয কাউছার আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী ও সহসাধারণ সম্পাদক বেলাল উদ্দিন কামরানের যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলনা শিহাব উদ্দিন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী, তালামীযের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, আল ইসলাহর সভাপতি মাও. শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা এম এ আলীম, সিলেট মহানগর আল ইসলাহর সাধারণ সম্পাদক আজির উদ্দিন পাশা, সৈয়দ শাহ মোস্তফা সমাজসেবা পরিষদের উপদেষ্টা আলহাজ সৈয়দ আবু শাহজান, আল ইসলাহর স্থায়ী কমিটির সদস্য আলহাজ সিরাজুল ইসলাম সিদ্দিকী, মৌলভীবাজার জেলা আল ইসলাহর সহসাধারণ সম্পাদক হাফিজ এনামুল হক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইউনুছ আলী, আশিকানে ফুলতলীর জেলা সদস্য আল এখলাসুর রহমান, তালামীযের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ওয়ালিউর রহমান সানী, সাবেক সভাপতি হাফিজ বজলুর রহমান মাওলানা বশির আহমদ, ফয়জুল ইসলাম, শফিকুল আলম সুহেল, সদর আল ইসলাহর সভাপতি মাওলানা আব্দুল মুক্তাদির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, রাজনগর আল ইসলাহ সভাপতি নজরুল ইসলাম জেলা নেতা ওজিউর রহমান আসাদ, জেলা সহ সাংগঠনিক আব্দুল জলিলজেলা প্রচার সম্পাদক মুছলেহ উদ্দিন সাইফুল্লাহ, সদর উপজেলা সভাপতি রাজন আহমদ, সাধারণ সম্পাদক রুহুল আমীন, শহর সভাপতি মুজাহিদ আহমদ, সাধারণ সম্পাদক আবু জাফর রিপন, রাজনগর উপজেলা সভাপতি গৌসুজ্জামান শ্রীমঙ্গল সভাপতি আবদুল আজিজ, কমলগঞ্জ সভাপতি কাউছার আহমদ, কুলাউড়া সভাপতি এহছানুল মাহবুব নাজিম প্রমুখ।