দক্ষিণ সুরমায় পাথরবোঝাই ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০১৫, ৯:২২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটের দক্ষিণ সুরমায় একটি পাথরবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল ১০ জানুয়ারি শনিবার রাত পৌনে ১১টার দিকে নগরীর দক্ষিণ সুরমায় সিলেট-ঢাকা মহাসড়কের গালিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাথরবোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট ১১-৬১৬৭) সিলেট থেকে ছেড়ে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছামাত্র ২টি মোটরসাইকেলে ৫/৬ জন যুবক ট্রাকের গতিরোধ করে। এরপর আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষনিকভাবে আশপাশের লোকজনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।