কোম্পানীগঞ্জ সীমান্তে ৮ লক্ষাধিক টাকার বিদেশি মাদক উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০১৫, ৮:৪৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা। গতকাল ১০ জানুয়ারি শনিবার ভোরে সীমান্তের অভ্যন্তরে অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের মূল্য ৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত মাদক মাদকদ্রব্য অধিদপ্তরে হস্থান্তর করা হয়েছে।
৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল শনিবার ভোরে উপজেলার কালাইরাগ সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি জওয়ানরা। এসময় টহল দল সীমান্তের পশ্চিম কালাইরাগ মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫২৫ বোতল অফিসার চয়েজ ও ১৩২ বোতল কোবরা বিয়ার উদ্ধার করে। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
কালাইরাগ সীমান্ত ফাঁড়ি বিজিবির টহল কমান্ডার হাবিলদার মো. হুমায়ূন জানান, উদ্ধার হওয়া মাদকের মূল্য প্রায় ৮ লাখ ২০ হাজার ৫শ’ টাকা। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।