শাবি খুলছে আগামী ১৮ জানুয়ারি
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০১৫, ৮:৩৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
আগামী ১৮ জানুয়ারি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. হিমাদ্রি শেখর রায় জানান, গতকাল ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও সিন্ডিকেটের সভাপতি প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত হয়েছে। তবে ক্যাম্পাসে সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২০ নভেম্বর হল দখলকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পার্থ-সবুজ ও উত্তম-অঞ্জন গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধ হয়। উভয় গ্রুপের সংঘর্ষে বহিরাগত ছাত্রলীগ কর্মী সুমন চন্দ্র দাস নিহত হয়। উদ্ধুত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।