নারায়ণগঞ্জ ও গাজীপুরে কাল বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০১৫, ৭:১৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
গাজীপুরে আগামীকাল ১২ জানুয়ারি সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন হরতাল কর্মসূচি দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন।
ফজলুল হক মিলনের দাবি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করা এবং ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।
হরতালের কারণে বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের বাড়ি ফেরায় সমস্যা হবে কি না—জানতে চাইলে মিলন বলেন, ‘ইজতেমায় যোগ দেওয়া মুসল্লিরা আজকের মধ্যেই চলে যাবেন। তাই সোমবারের হরতালে তাঁদের বাড়ি ফেরায় সমস্যা হবে না।’
এদিকে তিন দফা দাবিতে আগামীকাল সোমবার নারায়ণগঞ্জেও সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার ও সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।
যে তিন দফা দাবিতে হরতাল ডাকা হয়েছে, সেগুলো হলো বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় থেকে অবরোধ তুলে নেওয়া, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গয়েশ্বর চন্দ্র রায়সহ জ্যেষ্ঠ নেতাদের মুক্তি এবং নারায়ণগঞ্জে ২০-দলীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধ করা।