কুলাউড়ায় সাবেক এম. পি শাহীনের বাসায় পুলিশের তল্লাশী
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০১৫, ১১:৫৫ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়ার বিএনপি’র সাবেক সংসদ সদস্য এমএম শাহীনের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ।
আজ ১০ জানুয়ারি শনিবার বিকেলে সাড়ে ৪টায় উপজেলা সদর সংলগ্ন গুশাগুল বাসভবনে এ অভিযান চালায় পুলিশ।
কুলাউড়া থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) ওয়াসিমুল বারী জানান, সাবেক এই সাংসদের বাসায় গোপন সভা হচ্ছে বলে এমন খবর পেয়ে পুলিশ তার বাসায় এ অভিযান চালায়।
বাসার দায়িত্বরত কেয়ারটেকার রকিব আহমেদ জানান, ১৫-২০ জনের একদল পুলিশ বাসায় ঢুকে সবকটি রুমে তল্লাশী চালায়। অভিযানের সময় এম এম শাহীন বাসায় ছিলেন না।
সাবেক এই সাংসদের বাসায় পুলিশি তল্লাশির খবরে বিএনপি দলীয় নেতাকর্মীরা তার বাসার সম্মুখে ভিড় জমাতে থাকেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর তল্লাশির বিষয়টি নিশ্চিত করেন।