মৌলভীবাজারে পুলিশের অভিযানে ২৩ বিএনপি-জামায়াত কর্মী আটক
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০১৫, ১১:২৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন স্থানে শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ২৩ নেতাকর্মীকে আটক করেছে মডেল থানা পুলিশ। নাশকতামূলক ঘটনা ঘটাতে পারে এই আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।
আটকৃতা হল উজ্জ¦ল মিয়া (২৫), নাজমুল হক (২২), বাবুল মিয়া (২৯), মহসিন আহমদ (৩৩), সেলিম মিয়া (৩৫), তফুর আলী (২৫), মাহতাব আলী (২৯), নিলু মিয়া (৩৯), ফয়সল মিয়া (৩৬), সোহেল মিয়া (২৫), রিপন আহমদ (২৮), কামরুল হাসান (৪৫), ফয়েজ মিয়া (১৯), ইমরান মিয়া (২৯), সেজু মিয়া (৪০), আলাউদ্দিন আহমদ (৪১), শহিদুল ইসলাম (৪৫), সুহেল মিয়া (২২), রাজা মিয়া (৩০), মিনার আহমদ (৩৫), জামিল আহমদ (৪৮), লিকসন মিয়া (২৭), নজরুল ইসলাম (৩৩)।
মৌলভীবাজার মডেল থানার ওসি আব্দুছ সালেক জানান, আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।