কুলাউড়ায় বাসে দুর্বৃত্তদের অগ্নি সংযোগ, ৫ শিবির কর্মী আটক
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০১৫, ৮:৫৯ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
চালককে অস্ত্রের ভয় দেখিয়ে কুলাউড়ার ঢুলিপাড়ায় যাত্রীবাহী বাস থামিয়ে ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আত্মরক্ষায় বাস থেকে নামার সময় আহত হয়েছেন ৪ যাত্রী। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্থানীয় শিবিরের ২ কর্মীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, আজ ১০ জানুয়ারি শনিবার সকাল ৯টার দিকে কুলাউড়া থেকে ছেড়ে আসা মৌলভীবাজারগামী যাত্রীবাহী একটি মিনিবাস (সিলেট- জ -০৪-০০১৩) ঢুলিপাড়া নামক স্থানে আসার পর ৫টি মোটর সাইকেল যোগে ১০-১২ জনের একদল মোটর সাইকেলারোহী বাসে হামলা চালায়। দুবৃর্ত্তরা বাস চালককে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে বাস ভাঙচুর করতে থাকলে ভীতসন্ত্রস্ত যাত্রীরা বাস থেকে নেমে যায়। এরপর বাসটিতে পেট্রোল ছিটিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
দিনভর অভিযান চালিয়ে তৌহিদ (২৪) ও নজরুল (২৪) মবশ্বির আলী(২৮), সেলু রহমা(২৫), মখলিছু রহমান (৩২) নামে ৫ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। কুলাউড়া সাকের্লের সহকারি পুলিশ সুপার জুনায়েদ আলম সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান ঘটনা সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটকের সত্যতা স্বীকার করে জানান এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।