সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৯ জানুয়ারি ২০১৫, ৭:২০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে এড. ড মো. মফচ্ছির মিয়া সভাপতি ও এড. মো. শুকুর আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল ৮ জানুয়ারি বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এড. সোনাধন দাস। সন্ধ্যা ৬ টার দিকে এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনে বিএনপি সমর্থিত সভাপতি প্রার্থী ড. মো. মফচ্ছির মিয়া ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপা সমর্থিত আব্দুল মজিদ পেয়েছেন ১৪৬ ভোট। সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত শুকুর আলী ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী সৈয়দ জিয়াউল ইসলাম পেয়েছেন ৭২ ভোট।
১৪টি পদের মধ্যে ৮টি পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পদ গুলো হচ্ছে, সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন, সহ-সাধারণ সম্পাদক ২টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এড. মো. আনোয়ার হোসেন ও এড. শহিদুল হাসমত, অর্থ সম্পাদক পদে এড. মাসুক আহমদ, পাঠাগার সম্পাদক পদে এড. মো. আমিরুল হক, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে এড. মোহাম্মদ মাহমুদুল হুসাইন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. মো. জমির উদ্দিন, নির্বাহী সদস্য পদে এড. মো. চান মিয়া, এড. মো. শামছুর রহমান, এড. নিবারণ চন্দ্র দাশ, এড. প্রতীপ কুমার আচার্য্য ও এড. শামছুল আবেদীন।