বিএনপি নেতা শমসের মবিন চৌধুরী আটক
প্রকাশিত হয়েছে : ৯ জানুয়ারি ২০১৫, ৫:২২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশে বিএনপির কেন্দ্রীয় নেতা শমসের মবিন চৌধুরীকে গোয়েন্দা পুলিশ আটক করেছে।
ঢাকার পুলিশের একজন কর্মকর্তা মাসুদুর রহমান বিবিসিকে জানান, গতকাল ৮ জানুয়ারি বৃহস্পতিবার রাতে শমসের মবিন চৌধুরীর বাসভবন থেকে তাকে আটক করা হয়েছে।
রাত ১১টার দিকে গোয়েন্দা পুলিশ ঢাকার বনানী ডিওএইচএস এলাকায় শমসের মবিন চৌধুরীর বাসভবনে যায়। সেখান থেকে তাকে আটকের পর গোয়েন্দা পুলিশ বা ডিবি পুলিশের দপ্তরে নেওয়া হয়েছে।
তার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে, সে ব্যাপারে পুলিশ এ মুহূর্তে কিছু বলেনি।
শমসের মবিন চৌধুরী বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে রয়েছেন। তিনি বিগত বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে পররাষ্ট্র সচিব ছিলেন।