সিলেট সিটি মেয়র আরিফ বরখাস্ত, প্রতিবাদে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ৭ জানুয়ারি ২০১৫, ১:২৪ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব জানিয়েছেন, বরখাস্তের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো চিঠি এখনো এসে পৌঁছায়নি।
উল্লেখ্য, গতকাল ৬ জানুয়ারি মঙ্গলবার হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকেও সাময়িকভাবে বরখাস্তের আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সাবেক অর্থমন্ত্রী শাহ্ এএমএস কিবরিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন মেয়র আরিফুল ও জি কে গউছ।
প্রতিবাদে সিলেট নগরীতে বিক্ষোভ
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে ওরফে আরিফকে বরখাস্তের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
আজ ৭ জানুয়ারি বুধবার সন্ধ্যায় নগরীতে ককটেলের বিস্ফোরণ ঘটানোসহ এ বিক্ষোভ করে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নেতৃত্বে বন্দরবাজার এলাকায় মিছিল বের করা হয়।
মিছিল থেকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়।
এসময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে মিছিলকারীদের লক্ষ্য করে পুলিশ গুলি চালায়। এতে আব্দুল কাদির, সাজ্জাদ নামে দুই মিছিলকারী আহত হয়েছেন বলে জানা গেছে।
তবে মিছিলকারীদের কাউকে আটক করা যায়নি জানান সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।