কুলাউড়ায় রেল ব্রিজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
প্রকাশিত হয়েছে : ৭ জানুয়ারি ২০১৫, ১২:২৮ অপরাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধে মৌলভীবাজারের কুলাউড়া-আখাউড়া রেললাইনের কুলাউড়া উছলাপাড়া এলাকায় রেল ব্রিজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ৬ জানুয়ারি মঙ্গলবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ৯ টার দিকে উছলাপাড়া এলাকায় নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে রেলওয়ের কাঠের স্লিপারে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।
খবর পেয়ে রেলওয়ের উর্ধতন সহকারী প্রকৌশলী এরফানুর রহমানের নেতৃত্বে রেলওয়ে ও কুলাউড়া থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে কুলাউড়া জংশনের উর্ধতন সহকারী প্রকৌশলী (পথ) এরফানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে রেলওয়ের কাঠের স্লিপারে আগুন লাগানো হয়েছিল। জংশনের নিকটবর্তী হওয়ায় তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটেনি। বর্তমানে কুলাউড়া-আখাউড়া রেললাইন ট্রেন চলাচলের জন্য স্বাভাবিক রয়েছে।