মৌলভীবাজারে নাসের রহমানসহ ২০-দলীয় জোটের সাড়ে তিনশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
প্রকাশিত হয়েছে : ৭ জানুয়ারি ২০১৫, ৬:৫২ পূর্বাহ্ণ
বিশেষ সংবাদদাতা ::
মৌলভীবাজারে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানসহ ২০-দলীয় জোটের সাড়ে তিন-শতাধিক নেতা-কর্মীর নামে মামলা করেছে পুলিশ। গত ৫ জানুয়ারি সোমবার দিবাগত রাতে পুলিশের ওপর হামলার অভিযোগে মৌলভীবাজার সদর মডেল থানায় এ মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি মৌলভীবাজার শহরের পশ্চিমবাজারের কুসুমবাগ এলাকায় গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ২০-দলীয় জোটের মিছিলের সময় জোটের নেতা-কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের দাবি এ সময় ইটপাটকেলে পুলিশের পাঁচ সদস্য সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিকুল ইসলাম, কনস্টেবল রিপন কান্তি, বেলাল আহমদ, এমদাদুল হক ও আবু সাঈদ আহত হয়েছেন।
এই ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নুর মিয়া বাদি হয়ে ২০-দলীয় জোটের জেলা আহবায়ক এবং মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানসহ ১৩০ জনের নাম উল্লেখ করে এবং দুই থেকে আড়াইশজন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা করেন।
অন্যান্য আসামির মধ্যে আছেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মতিন বখস, জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা আমীর মো. আব্দুল মান্নান, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আহমদ বেলাল প্রমুখ।
এদিকে সংঘর্ষের পর থেকে গতকাল ৬ জানুয়ারি মঙ্গলবার দুপুর পর্যন্ত মৌলভীবাজারের বিভিন্ন এলাকা থেকে পুলিশ বিএনপি ও জামায়াতের ১৬ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- রুবেল মিয়া (২৪), সহিদ মিয়া (৩০), সামাদ মিয়া (১৯), অমিত বৈদ্য (২০), রিপন বৈদ্য (২৫), সুধন আহমদ (২৫), মোশাহিদ (৩৫), শামীম (২৪), জসিম (২৬), নিতু ধর (১৮), জামাল রশিদ চৌধুরী (৩৫), কামাল রশিদ চৌধুরী (৩২), রব্বান মিয়া (৩০), জুবের আহমদ (১৯), শেফুল মিয়া (৩৩) ও জোনাব আলী (৩৫)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে।’