অবরোধে পণ্যবাহী ট্রাক বন্ধ, ব্যবসায়ীরা বিপাকে
প্রকাশিত হয়েছে : ৭ জানুয়ারি ২০১৫, ৫:৪৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গত কয়েকদিন ধরেই ঢাকায় পণ্যবাহী ট্রাক ঢুকতে পারছে না। তিনদিন ধরে বন্ধ রয়েছে দূরপাল্লার যান চলাচল। এরইমধ্যে শুরু হয়েছে অবরোধ।
ফলে খাদ্য পণ্য রাজধানী ঢাকায় আনার ক্ষেত্রে নানা সমস্যার মুখে পড়েছেন ব্যবসায়ীরা।
যখনই কোনও ধরনের সরকারি হস্তক্ষেপ হয়, তাতে কিন্তু ফল আরও উল্টো হয়ে যায়। এই পরিস্থিতিতে বিভিন্ন জেলা শহর থেকে ঢাকায় যেসব ব্যবসায়ী পন্য নিয়ে আসেন, তাদেরকে অনেকটা বেগ পেতে হচ্ছে।
পুরান ঢাকার একজন খাদ্যপন্য ব্যবসায়ী ও আড়তদার আজিম বক্স জানান, প্রতিদিন একশ’ থেকে দেড়শ’ ট্রাকে করে মালামাল আনা নেয়া করলেও ঢাকায় এখন ট্রাক ঢুকতে না পারায় নিত্য প্রয়োজনীয় পণ্যের অপ্রতুলতা দেখা দিয়েছে।
ফলে বাজারে পণ্য সরবরাহ কমে গেছে আর এতে করে পণ্যের দামও বেড়ে গেছে।
এঅবস্থায় বাজারের ভারসাম্য বজায় রাখতে সরকারের উদ্যোগে রাজধানীতে ট্রাক ঢুকতে দেয়া হলে, আবারও সুশৃংখলভাবে পণ্য সরবরাহের কাজটি করার কথা জানান এই ব্যবসায়ী।