কমলগঞ্জে যাত্রা ও হাউজি বাম্পারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ৭ জানুয়ারি ২০১৫, ৪:৪২ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে যাত্রার নামে জুয়া, হাউজি বাম্পারের আয়োজনের প্রতিবাদে মুন্সীবাজারে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল ৬ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির উদ্যোগে মুন্সীবাজার যাত্রী ছাউনি এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির সভাপতি মাও. আব্দুল গফ্ফারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব মাও. মবশ্বির আলী, আব্দুল হামিদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, যাত্রানুষ্ঠানের নাম করে জুয়াড়িদের টাকায় চালানো হয় জুয়া, হাউজি বাম্পার ও অশ্লীল নৃত্য। এসব অসামাজিক কাজের ফলে এলাকায় সামাজিক অবক্ষয়ের সাথে বেড়ে যায় চুরি ডাকাতি। তাই এসব কার্যকলাপে কোন প্রকার অনুমতি প্রদান না করতে মৌলভীবাজারের জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত আবেদন করেন এলাকাবাসী। যার অনুলিপি পুলিশ সুপার, উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এসব অসামাজিক কার্যকলাপের অনুমতি দেওয়া হয় না। কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক জাহিদুল হক বলেন, এ বিষয়ে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।